লিঙ্গ পরিবর্তন করে বিয়ে করলেন নারী
প্রকাশিত হয়েছে : ৩:০১:০৪,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা থাকার পরও দেশটিতে এই প্রথম দুই নারী সমকামী বিয়ে করলেন। তাদের একজনের নাম হলো ইরিনা সুমিলোভা, অন্যজন অ্যালিয়োনা ফারসোভা। কিন্তু আশ্চর্য করার মতো বিষয় হলো, ইরিনা কিছুদিন আগেও পুরুষ ছিলেন! সমকামী নারীকে বিয়ে করতেই মূলত অস্ত্রোপচারের মাধ্যমে স্ত্রী লিঙ্গতে রূপান্তরিত হন তিনি।
এ ক্ষেত্রে রাশিয়ার পুলিশ সমকামী বিয়ের অপরাধে তাকে গ্রেফতারও করতে পারবে না। কারণ, অন্যান্য সব তথ্য-উপাত্তে এমনকি পাসপোর্টে পুরুষ নাম রয়েছে তার।
ইরিনা বলেন, ‘এখন আমি পুরুষ হিসেবে চিহ্নিত নই। তবে পাসপোর্টে আমি একজন পুরুষ। আমি একজন লিঙ্গ পরিবর্তনকারী। তবে এখন আমি একজন নারী।’
সেন্ট পিটার্সবুর্গের একটি গির্জায় তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের সব আয়োজন সেখানে করা হয়। দুজনেই বিয়ের পোশাক পরে সেখানে আসেন। গির্জার পাদ্রিসহ উভয়ের ঘনিষ্ঠ বন্ধু ও বান্ধবীরা উপস্থিত ছিলেন।