লস্কর প্রধান হাফিজ সাইদ পাকিস্তানে নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ৫:২৮:২৬,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
অবশেষে টনক নড়লো পাকিস্তান সরকারের। বৃহস্পতিবার তালেবান নেতা জালালুদ্দিন হাক্কানির নেটওয়ার্ক ও লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সাইদের জেডিইউসহ মোট ১২টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করলো পাক সরকার। দেশের নিরাপত্তা সংক্রান্ত নীতির ক্ষেত্রে এ পদক্ষেপ নতুন যুগের সূচনা বলে মনে করছে আন্তর্জাতিক মহল। জন কেরি পাকিস্তান সফরে এসে বলেছিলেন, তেহরিক ই-তালেবান পাকিস্তান শাখার প্রধান মোল্লা ফজলুল্লাহ বিশ্বত্রাস।
এরপরই নিষিদ্ধ ঘোষণা করা হলো বেশ কিছু জঙ্গি সংগঠনকে। হরকত-উল-জিহাদ ইসলামী, হরকত-উল-মুজাহিদীন, ফলাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন, উম্মাহ তামের-ই-নাউ, হাজি খৈরুল্লাহ হাজ্জি সাত্তার মানি এক্সচেঞ্জ, রাহাত লিমিটেড, রোশন মানি এক্সচেঞ্জ, দ্য আল আখতার ট্রাস্ট, আল রশিদ ট্রাস্ট- এ সব কয়টি জঙ্গি সংগঠনই নিষিদ্ধ হরো পাকিস্তানে।
এসব জঙ্গি সংগঠনের সম্পত্তি ও অর্থের জোগান বন্ধ করে দেয়া হলো। এমনকি এদের কার্যকলাপের ওপর কড়া নজরদারিও চালানো হচ্ছে বলে জানানো হয়েছে পাকিস্তান সরকারের তরফ থেকে।