লন্ডনে সংক্ষিপ্ত সফরে মিশেল ওবামাঃ বাঙ্গালী অধ্যুষিত স্কুল পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ৬:৫৮:৫৪,অপরাহ্ন ১৭ জুন ২০১৫
প্রবাস ডেস্ক :: মঙ্গলবার মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বাঙালী অধ্যুষিত লন্ডনের বারা টাওয়ার হ্যামলেটসের মালবারি গ্যার্লস স্কুল পরিদর্শনে আসেন।এ সময় তিনি বলেন, শিক্ষাই সফলতার চাবিকাঠি, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই হলো সব অধিকার আদায়ের অন্যতম হাতিয়ার।
তাই তিনি শিক্ষা থেকে দূরে না যাওয়ারও আহবান জানান মালবারি স্কুলের ছাত্রীদের প্রতি। নারী শিক্ষা প্রসারের অংশ হিসেবে তিনি এ স্কুল পরিদর্শন করেন।
এ সময় তিনি ছাত্রীদের মোটিবেসনাল স্পিস বা উদ্ভুদ্ধ মুলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি তার জীবনের অতীত অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে ছাত্রী জীবনে তার পরিশ্রম ও বাঁধা বিপত্তি জয় করার কথা তুলে ধরেন।
তিনি বলেন, শিকাগোতে একটি খেটে খাওয়া পরিবারে তার জন্ম। জীবন ধারনের জন্য খুবই পরিশ্রম করতে হত তাঁদের। তার বাবা অপারেটর হিসেবে শহরের ওয়াটার প্লান্টে কাজ করত আর মা ছিলেন গৃহিণী। তাঁরা খুব ছোট একটি ফ্লাটে থাকত। একরুমের মধ্যে কাঠ দিয়ে দুইভাগ করা অর্ধেকে তিনি থাকতেন আর অর্ধেকে তাঁর বড় ভাই থাকতো। যার ফলে সেটা খুব ভরসর ছিল না, শুধু একটা বিছানা আর একটা পড়ার টেবিলের জায়গা ছিল। তিনি বড় হয়েছেন যৌথ পরিবারে তাই তাঁদের ফ্লাট সবসময় ব্যস্ত থাকত, আত্মীয় স্বজন ও আসা যাওয়া করতো। পড়াশুনার ও উপযুক্ত পরিবেশ ছিল না কারন দেখা যেত কেউ হয়তো টিভি দেখছে আবার কেউ কথা বলছে। তাই তিনি খুব ভোরেই ঘুম থেকে উঠতেন স্কুলের দেয়া বাড়ীর কাজ গুলো শেষ করতে। পড়াশুনার পাশাপাশি আমাদের যৌথ পরিবারের দায়িত্বও পালন করতে হয়েছে। এখনও মনে আছে, তাঁর নিজের কোন সময় ছিল না। তারপরও পরিবার আমাদের কাছে আশা করতো পড়াশুনায় ভাল করা এবং পরিবারের কাজ করা। তাঁরা সব সময় বলতো পড়াশুনাই আসল, আর এর মাধ্যমেই জয়ী হওয়া যায়, বা ভাল পড়াশুনার মাধ্যমেই ডাক্তার বা বিজ্ঞানী যে কোন কিছু হওয়া যায়।
তিনি আরো বলেন, আমার মনে আছে মানুষ আমাকে আফ্রিকান হিসেবে বলতো তোমার লক্ষ্য বেশী বড় কর না, কিন্তু আমি স্বপ্ন দেখেছি বড় আর সব বাঁধা অতিক্রম করে সফল হয়েছি।
তিনি মালবারি গ্যার্লস স্কুলের ছাত্রীদের স্বপ্ন দেখতে বলেন এবং তা পুরন করার জন্য কাজ করার প্রত্যাশা করেন।
যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফরে তিনি কেঞ্জিনটনে প্রিন্স হ্যাঁরীর সাথে সাক্ষাৎ করেন এবং ডাউনিং ষ্ট্রীটে প্রধানমন্ত্রীর চায়ের নিমন্ত্রনে অংশ নেন। এ সময় সাথে তাঁর দুই কন্যাও উপস্থিত ছিল।
উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার ‘লেটস গ্যার্ল লার্ন প্রোগ্রাম’ এর অংশ হিসেবে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের এ স্কুলে আসেন ফার্স্টলেডি মিশেল ওবামা। বিশ্বের পশ্চাৎপদ জনগোষ্ঠীর বালিকাদের শিক্ষায় অগ্রগতি সাধন করাই এ ‘লেটস গ্যার্ল লার্ন প্রোগ্রাম’ এর উদ্দেশ্য।