লতিফ সিদ্দিকী হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ১:৪৯:০৪,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী এমপিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরের পর থেকে সরকারের এই সাবেক মন্ত্রী বুকে ব্যথা অনুভব করতে থাকেন। তিনি বিষয়টি তাৎক্ষনিকভাবে কারাকর্তৃপক্ষকে জানান। এরপর বিকেল পৌণে ৪টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। শারিরীক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে কার্ডিওলজি বিভিাগে ভর্তি রাখা হয়।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, মহানবী (স:) এবং তাবলিগ জামায়া কে কটাক্ষ করে বক্তব্য দেন। তার এ বক্তব্যে সারাদেশের মানুষের প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকাসহ দেশের ১৮ জেলায় ২২টি মামলা হয়। প্রত্যেকটি মামলায় আদালত তার বিরুদ্ধে সমন জারি করে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় জারি হয় গ্রেফতারি পরোয়ানা। আমেরিকায় থাকাকালেই ১২ অক্টোবর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়। ওই দিনই আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। এরপর তিনি আমেরিকা থেকে ভারতে আসেন। কলকাতায় কিছুদিন অবস্থানের পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই ২৩ নভেম্বর রাত ৮টা ৪০ মিনিটে তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকায় আসেন। এরপর ২৫ নভেম্বর তিনি ধানমন্ডি থানায় আত্মসমার্পণ করেন। থানা থেকে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেদিন থেকে সাবেক এ মন্ত্রী কারাগারেই ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল শনিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে -বিএসএমএমইউ ভর্তি করা হয়।