লতিফ সিদ্দিকী আদালতে!
প্রকাশিত হয়েছে : ৫:২৩:৫৪,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মহানবী হজরত মোহাম্মদ (সা.)পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী বিভিন্ন মামলায় জামিন নিতে হাইকোর্টে গেছেন। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি হাইকোর্টে যান।
লতিফ সিদ্দিকীর আইনজীবী নূরুল ইসলাম সুজন এমপি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি হাইকোর্ট এলাকায় রয়েছেন। তবে তার অবস্থান জানাননি এই আইনজীবী।
নুরুল ইসলাম সুজন জানান, হুলিয়া মাথায় নিয়ে গতরাতে কলকাতা থেকে দেশে ফেরন লতিফ সিদ্দিকী। গ্রেফতার এড়াতে আগাম জামিনের জন্য তিনি হাইকোর্টে হাজির হয়েছেন।
২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী।’
তিনি বলেন, ‘এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাজ নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’
ধর্মীয় অনভূতিতে আঘাত হানার জন্য মন্ত্রিসভা ও আওয়ামী লীগের দলীয় সদস্য পদ থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা হয়। আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।