লতিফ সিদ্দিকীর ৬ মাসের জামিন
প্রকাশিত হয়েছে : ৯:৫৪:৫২,অপরাহ্ন ২৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা ছয় মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বহিস্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ছয়টি মামলা দায়ের করা হয়।
লতিফ সিদ্দিকী এ সকল মামলা বাতিল চেয়ে হাইকোর্টে একটি আবেদন করলে শুনানি শেষে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।