লতিফ সিদ্দিকীর মুক্তির দাবিতে স্ত্রীর লিগ্যাল নোটিশ
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৩১,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মুক্তির দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন তার স্ত্রী লায়লা সিদ্দিকী।রোববার রেজিস্ট্রি ডাকযোগে তার পক্ষে নোটিশ পাঠান আইনজীবী ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।নোটিশে বলা হয়, সাত দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার ও ডেপুটি জেলার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং ঢাকার মুখ্য মহানগর হাকিমকে।তাবলিগ জামাত ও হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে সারা দেশে ৩০টি মামলা হয়। এরই জেরে তাকে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।গত ২৫ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। এরপর থেকেই কারাগারে রয়েছেন তিনি।