লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:১৮,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ্ব ও তবলীগ জামাত সম্পর্কে কটূক্তি করায় দায়েরকৃত মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর প্রেক্ষিতে ৯ নভেম্বর তাকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহম্মেদ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট রায়হান এ কে নাহিদ।
অন্যদিকে, মামলার বাদী অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল আদালতের এ আদেশে সন্তোষ প্রকাশ করেছেন।