লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ৯:০৪:১৮,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৪
নিউজ ডেস্ক: বেধে দেওয়া সময়ের মধ্যে হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে অপসারিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করায় আগামী ২৬ অক্টোবর রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দল।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান এ কর্মসূচির ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলাম ও হজ নিয়ে কটূক্তি করার দায়ে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের জন্য বারবার আল্টিমেটাম দেওয়া হয়েছে। কিন্তু সরকার আমাদের দাবিকে উপক্ষো করেছে। তাই ঈমান রক্ষার তাগিদে ২৬ অক্টোবর রবিবার দেশবাসীকে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।
এর আগে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছিল সম্মিলিত ইসলামী দল।
ওই সময়ে গ্রেপ্তার না হওয়ায় ফের ২২ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ২৬ অক্টোবর হরতালের হুমকি দিয়েছিল সংগঠনটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের পদ হারানো লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে প্রায় দুই ডজন মামলা হয়েছে। কয়েকটি মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামী পার্টির সভাপতি এডভোকেট আব্দুল মোবিন, খেলাফত আন্দোলনের সাংগঠনিক মুফতি ফখরুল ইসলাম, মুসলিম লীগের মহাসচিব কাজী আব্দুল খায়ের, শর্ষীনার ছোট পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ প্রমুখ।