লতিফ ইস্যুতে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না –ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৪১,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ইস্যুতে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গর্হিত বক্তব্য দেয়ার পর সরকার তার ব্যাপারে কঠোর অবস্থানে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলছে। তবে, তাঁর সংসদ খারিজের বিষয়ে স্পীকার জানেনও মন্তব্য করেন সড়ক মন্ত্রী।
মন্ত্রী বলেন, শাবিপ্রবির ঘটনায় প্রধানমন্ত্রী এরই মধ্যে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমিও প্রধানমন্ত্রীর এই নির্দেশের সাথে একমত। এ ব্যাপারে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
বুধবার দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুলে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।এর আগে ওবায়দুল কাদের বুধবার বেলা ২টায় নভো এয়ারের একটি ফ্লাইটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।