লতিফকে আদালতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ৯:২২:২৪,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
অবশেষে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য (এমপি) আ. লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার দুপুর সোয়া একটায় রাজধানীর ধানমন্ডি থানায় এসে তিনি আত্মসমর্পণ করেন। পরে তাকে আদালতে পাঠায় থানা পুলিশ।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এমপি লতিফ সিদ্দিকী দুপুরে স্বশরীরে থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো।
হজ্ব ও তাবলীক জামায়াত নিয়ে কুটূক্তি করে আগেই মন্ত্রিত্ব ও দলীয় পদ হারান এই নেতা।
গত রোববার রাতে লতিফ সিদ্দিকী বিদেশ থেকে বিমানে করে বাংলাদেশে আসেন। এরপর থেকেই তার গ্রেফতার নিয়ে জল্পনা-কল্পনা চলছিলো কয়েকটি ইসলামী দল তাকে গ্রেফতারে আল্টিমেটাম ঘোষণা করে। তারা লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে বিক্ষোভ ও হরতালেরও ঘোষণা দেয়।