লঞ্চযোগে বনভজনে গিয়ে গুলিবিদ্ধ ২
প্রকাশিত হয়েছে : ১২:১৬:৪৮,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: লঞ্চযোগে বনভজন করতে গিয়ে বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে লঞ্চটি মেঘনা নদীর টার্নিংপয়েন্টে পৌঁছলে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, রাজধানীর শাহজাহানপুর গুলবাগ ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত হাওলাদার (৫০) ও ঠিকাদার জাহিদুল ইসলাম (৪০)। তারা বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির সদস্য। তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুল মুকিত হাওলাদার জানান, বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির সেগুনবাগিচা অফিসের উদ্যোগে এক বনভোজনের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় রাজধানীর সদরঘাট থেকে সমিতির সদস্যদের নিয়ে একটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
চার শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করা লঞ্চটি বেলা ১টার দিকে মেঘনা নদীর টার্নিংপয়েন্টে পোঁছায়। এসময় লঞ্চের চেয়ারে বসে থাকা ওই দুই ব্যক্তির পাঁয়ে হঠাৎ গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢামেকে ভর্তি করা হয়।
ওই সমিতির উপদেষ্টা আশরাফ তালুকদার জানান, ঘটনার সময় লঞ্চের আশে-পাশে আরো কয়েকটি লঞ্চ ছিলো। কোথা থেকে গুলি এসে তাদের পায়ে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি সম্পর্কে তথ্য পেতে পুলিশ ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।