লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১:৩৩:২২,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
লক্ষ্মীপুর সদরে সোহেল রানা নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে কোরালিয়া খালপাড় থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল রানা পার্বতীনগর ইউনিয়নের মধ্য মকদ্দসপুরের মৃত রফিক উল্যার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মুখে, মাথায় ও পায়ে বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে।
লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) নাসিম মিয়া জানান, নিহত ওই যুবকের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।