লক্ষ্মীপুরে ট্রাকে পেট্রোল বোমা : চালকসহ দগ্ধ ৫
প্রকাশিত হয়েছে : ৯:০৪:৫২,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে লক্ষ্মীপুরের সুপারি বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধরা হলেন, ওই ট্রাকের চালক দিদার হোসেন ও সহকারি চালক বাবু এবং অন্য ৩ জনের নাম জানা যায়নি। তাদের মধ্যে বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর চালক দিদার লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ট্রাক চালক দিদার হোসেন জানান, পুলিশ পাহারায় লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে সুপারী বোঝাই করে বৃহস্পতিবার রাতে ৩ সুপারি ব্যবসায়ীসহ ৫ জন চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। এ সময় মান্দারী বাজার এলাকায় পৌঁছলে দূর্বৃত্তরা ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
লক্ষ্মীপুর জেলা সহকারি পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানান, ট্রাকে বোমা হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলা শীষ জানান, বোমা হামলায় বাবু নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা পাঠানো হয়েছে।