লক্ষ্মীপুরের পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, আটক ২
প্রকাশিত হয়েছে : ৬:৩১:৫৬,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের জাইল্লাপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা করে হত্যা মামলার আসামিসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি ডাকাত সোলাইমান কমান্ডারকে ছিনিয়ে নিয়েছে তার বাহিনীর সন্ত্রাসীরা।
এ ঘটনায় রামগতি থানার এএসআই আকাশ চন্দ্র, এএসআই মো. আতিক হোসেন ও এএসআই মুরাদ হোসেনসহ তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মুন্না ও হরন আলী নামে দুইজনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া ডাকাত সোলাইমান কমান্ডার একই উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহে আলমের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১১টায় রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের জাইল্লাপাড়ায় এলাকায় ডাকাতি ও হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি ডাকাত সোলাইমান কমান্ডারকে ধরতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে রামগতি থানা ও বড়খেরী তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রামগতি থানায় নিয়ে যাওয়ার সময় সোলাইমান কমান্ডারের সহযোগীরা পুলিশের ওপর হামলা করে পুলিশের হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নেয়। এতে রামগতি থানার এএসআই আকাশ চন্দ্র, এএসআই আতিক হোসেন, ও এএসআই মুরাদ হোসেন আহত হয়েছে। এ ঘটনায় রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মুন্না ও হরন আলী নামে দুজনকে গ্রেফতার করেছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনিয়ে নেয়া ডাকাত সোলাইমানকে গ্রেফতারে অভিযান চলছে। সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।