র্যাংকিংয়ের সাতে নেমেছে ভারত
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৪৭,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
স্পোর্টস ডেস্ক::
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে চরম অবনতি হয়েছে বিরাট কোহলির ভারতের। বিশ্বকাপের সেমিফাইনালে উঠা দলটি টেস্ট র্যাংকিংয়ের সাতে নেমে গেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, ৯৩ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের সপ্তম স্থানে রয়েছে ভারত। ৯৬ পয়েন্ট নিয়ে ভারতের ওপরে শ্রীলংকার অবস্থান। ৯৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড।
সর্বোচ্চ ১২৪ পয়েন্ট নিয়ে যথারীতি র্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। এক পয়েন্ট কম নিয়ে তারপরই রয়েছে মিসবাহ উল হকের পাকিস্তান।
বাংলাদেশের অবস্থা অপরিবর্তিত। ৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে ওয়েস্ট ইন্ডিজ। র্যাংকিংয়ের শেষ স্থানটি (দশম) জিম্বাবুয়ের দখলে।