রোববার থেকে প্রা: সমাপনী পরীক্ষা শুরু : হলে ঢুকবেন না শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:৫২:৪৭,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক :: আগামী ২৩ নভেম্বর রোববার থেকে ৬ষ্ঠবারের মতো প্রাথমিক শিক্ষা ও এবতেদায়ী শিক্ষার সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ৩০ নভেম্বর। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান একথা জানান।
মন্ত্রী বলেন, এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩১ লাখ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন। ছাত্রী ১৫ লাখ ৬ হাজার ৪৬৫ জন।
এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৭২১ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫৭ হাজার ৪৪৮ জন এবং ছাত্রী ১ লাখ ৪৮ হাজার ২৭৩ জন।
এবারের দুই পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ২লাখ ১৫ হাজার ২১১ জন বেশি।
এবার সারা দেশে ৬ হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রী দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
পরীক্ষায় বেশি পাস করানোর জন্য শিক্ষকরা উত্তর বোর্ডে লিখে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেশি করে পাস করানোর কোন নির্দেশনা আমার প্রতি নেই। আমিও কাউকে এ ধরনের নির্দেশনা দেইনি। যারা এধরনের কাজ করেন তারা অতি উৎসাহী হয়ে করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী এবার পরীক্ষার হলে ঢুকবেন না বলেও প্রতিশ্রুতি দেন। কারণ তিনি ঢুকলে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বিঘ্ন ঘটতে পারে।