রোনালদোর রেকর্ড গড়া গোলে পর্তুগালের জয়
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৫২,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক:: ইউরো চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়া গোল করে ইউরো বাছাইপর্বে নিজ দল পর্তুগালকে জয়ের ধারায় রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
শুক্রবার আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়েছেন পর্তুগিজরা। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল পর্তুগাল।
দলের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর জয়সূচক গোলটি ইউরোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ২২ গোল নিয়ে শীর্ষে থাকা ডেনমার্কের জন ডাল তমাসন (১৯৯৮-২০০৭) ও তুরস্কের হাকেন সুকুরকে (১৯৯৪-২০০৭) ছাপিয়ে ওপরে উঠিয়ে দিয়েছে। এ নিয়ে ইউরোতে রোনালদো ২৩ গোল করেছেন। শুক্রবার আর্মেনিয়ার বিপক্ষে ৭১ মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন রোনালদো।
ইউরোতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পৌঁছতে এ পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন রোনালদো। ডাল তমাসন খেলেছিলেন ৩১ ম্যাচ। আর হাকেন সুকুর ৩৮ ম্যাচ।
শুক্রবার রাতের রোনালদোর করা রেকর্ড গড়া গোলের জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল।