রুহুল কবির রিজভী ৫ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১১:১৬:৫৬,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ বুধবার তদন্ত কর্মকতা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ জাহিদুল ইসলাম গ্লোরি পরিবহহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত গত ২৩ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় ঢাকা-গাউসিয়া রুটে চলাচলকারী গ্লোরি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪- ৪৮৮৬) একটি বাসটি পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ২৭ জন দগ্ধ হয়। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলঅ দায়ের করে পুলিশ। এসব মামলায় রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়।