রুবেলকে নিয়ে যাচ্ছেতাই লিখে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম!
প্রকাশিত হয়েছে : ১০:২৩:২৫,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: রুবেল-হ্যাপি বিতর্কে যা ইচ্ছে তা লিখে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম! কলকাতার জনপ্রিয় পত্রিকা ‘এই সময়ের শিরোনাম “ধর্ষণ করে বাংলাদেশের বিশ্বকাপ পেসার জেলে” ।
আরেকটি জনপ্রিয় অনলাইন পত্রিকা (kolkata24X7) এর শিরোনাম, “প্রতারক রুবেলের বিকল্প খুঁজছে বিসিবি” । চোখ কপালে ওঠার মত শিরোনাম!
প্রতারক বলা হচ্ছে তাকে। কিন্তু প্রতারক বলা যাচ্ছে কি করে? বলা যাচ্ছে কি করে? ‘ধর্ষক’! মামলাটি তো এখনও বিচারাধীন!
তবে কি এটি বাংলাদেশ ক্রিকেট টিমের বিরুদ্ধে অপপ্রচার। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমি নিজের চোখে পত্রিকাটি দেখিনি। যদি সত্যি লেখা হয় (প্রতারক, ধর্ষক) তাবে এটি বাংলাদেশ ক্রিকেটর জন্য নেগেটিভ মার্কেটিং।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ক্রিকেটার বলেন, ‘এটি বড় আঘাত বাংলাদেশ ক্রিকেটের জন্য।’