রুবেলকে খুঁজছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ৬:৪২:৫৯,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেন এখন পলাতক, পুলিশের দাবি অন্তত তাই। মিরপুর ডিভিশনের উপ-পুলিশ কমিশনার নিসারুল আরিফ রবিবার সন্ধ্যায় যেমন বলেছেন, ‘রুবেলকে গ্রেপ্তার করার জন্য আমরা সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালিয়েছি। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
এই অবস্থায় আপাতত নীরবতা অবলম্বন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। রবিবার এ বিষয়ে কর্মকর্তারা কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন। এদিকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার বাদী এদিন রুবেলের জন্য একটি ‘লাইফলাইন’ অবশ্য দিয়েছেন। ভিকটিমস সাপোর্ট সেন্টার থেকে দুপুরে তাঁকে মিরপুর মডেল থানায় নিয়ে আসার পর সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ও যদি আমাকে বিয়ে করে, তাহলে আমি মামলা তুলে নেব।’
অন্যথায় রুবেলের বিরুদ্ধে নিজ অবস্থানে অটল থাকার কথাও বলেছেন তিনি। গত ৬ ডিসেম্বর মিরপুর মডেল থানায় মামলা করতে গিয়েও ফিরে এসেছিলেন কারণ তখন সমঝোতার উদ্যোগ নিয়েছিলেন রুবেলের কয়েকজন সতীর্থ। এঁদের মধ্যে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও নাকি রুবেলকে বিয়ে করে ঝামেলা মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেছেন নাজনীন। মামলার স্বপক্ষে তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি নাজনীনের, ‘আমার কাছে প্রমাণ অবশ্যই আছে। প্রমাণ ছাড়া তো আমি মামলা করিনি।’ ভয় দেখিয়ে নাজনীনকে মামলা থেকে বিরত রাখার জন্য রুবেল কিছু ‘স্পর্শকাতর’ নামও ব্যবহার করেছেন বলে অভিযোগ চলচ্চিত্র অভিনেত্রীর।