রিয়াদে বিজয় উৎসব ১৯ ডিসেম্বর শুরু
প্রকাশিত হয়েছে : ৭:১২:০৫,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
প্রবাস ডেস্ক:: মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদ দুই দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। এ বিজয় উৎসব ১৯ ডিসেম্বর শুক্রবার শুরু হয়ে ২০ ডিসেম্বর শনিবার রাত ১০টা পর্যন্ত চলবে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির যৌথ উদ্যোগে রিয়াদের আল খারজ রোড (মনসুরিয়া পেট্রোল পাম্প সংলগ্ন) আল নাখিল কমিউনিটি সেন্টারে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত এ উৎসব চলবে। ইতোমধ্যে বিজয় উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য ১০ রিয়াল কুপনের মূল্য ধরা হয়েছে, যার ওপর র্যাফেল ড্রও থাকছে। উৎসব স্থলে ৩০টি স্টল বসানো হয়েছে। শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
বিজয় উৎসবের সমন্বয়কারী রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান মোহাম্মদ আইয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন।