রিয়াজ রহমানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা
প্রকাশিত হয়েছে : ৮:১৪:৩০,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস। আজ বুধবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ডেপুটি পেস চিফ অভিক রহমানের পাঠানো এক ইমেল বার্তায় এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর এ হামলায় যুক্তরাষ্ট্র মর্মাহত। গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোন যৌক্তিকতা নেই। রাজনৈতিক উদ্দেশ্যের কারণে সহিংসতাকে যুক্তরাষ্ট্র নিন্দা জানায়। তিনি দোষীদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বানও জানান।
ম্যারি হার্ফ বলেন, আমরা বাংলাদেশ সরকারকে এ ঘটনা তদন্ত, দোষীদের খুঁজে বের করা এবং এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সহিংসতামূলক কর্মকান্ড থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানাই আমরা। আমরা বাংলাদেশ সরকারের প্রতি জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অধিকার মুক্তভাবে চর্চার বিষয়টি নিশ্চিতের আহ্বান জানাই।