রিয়াজ-মেহেজাবিনের রোম্যান্স!
প্রকাশিত হয়েছে : ১১:১১:৫৫,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: প্রথমদর্শন থেকে পরিচয়ের সূত্রপাত, তারপর ধীরেধীরে ভালোলাগার অনূভুতিগুলো দু’জনের মধ্যে ভাগাভাগি করে নেওয়া, পরবর্তীতে হঠাৎ একদিন মনের জমানো কথাগুলো ভালোলাগার মানুষটির কাছে প্রকাশ করা।এরপর শুরু হয় দুজনের মধ্যে প্রেম।এমনই মিষ্টি প্রেমের গল্প নিয়ে এবার ভালবাসা দিবসে দর্শকদের ভালোলাগার মাত্রা একটু বাড়িয়ে আসছে শাহিন কবির টুটুলের একটি নাটক।আর এখানে জুটিবদ্ধ হয়েছেন বড় পর্দার হার্ডথ্রপ নায়ক রিয়াজ এবং ছোট পর্দার বিউটি কুইন মেহেজাবিন।মেহেজাবিন বলেন, এ নাটকের গল্পটা নিখাদ প্রেমের গল্প।এখানে রিয়াজ ভাইয়ের সাথে পরিচয়ের পর তার সাথে আমার প্রেম হয়।খুব মজা করে কাজটি করেছি,আশা করি দর্শকদের ভালো লাগার কোন কমতি থাকবে না এ নাটকে।তিনি আরো বলেন, নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি তবে ১৪ই ফেব্রুয়ারী রাতে এশিয়ান টেলিভিশনে নাটকটি সম্প্রচার হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপনের কাজ সম্পর্কে মেহেজাবিন বলেন- ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে এ মাসের ১৪ তারিখ থেকে বাংলালিঙ্কের সৌজন্যে ক্রিকেট নিয়ে একটি বিজ্ঞাপনের কাজ করব।