রিভলবারসহ কানাইঘাটে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২:৩১:০৭,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
কানাইঘাটে রিভলবারসহ ১ নকে আটক করেছে বিজিবি। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ সুরাইঘাট বিওপি’র হাবিলদার মোঃ মন্টু মিয়া এর
নেতৃত্বে শুক্রবার দুপুর ২টায় স্থানীয়দের সহায়তায় সুরাইঘাট বাজার থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মোঃ ব্বির মিয়া (৩৭)। তিনি
উপজেলার নয়াগ্রামের মৃত হাবিবুর রহমানে পুত্র বলে বিজিবি জানিয়েছে। জব্দকৃত রিভলবারসহ আটককৃত আসামীকে কানাইঘাট থানায় হস্তান্তরের
কার্যক্রম প্রক্রিয়াধীন।-বিজ্ঞপ্তি