রিজভীর ৩ দিনের রিমান্ড
প্রকাশিত হয়েছে : ১২:১০:৪৯,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার বিকেলে মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে রিজভীকে আটক করে র্যাব। এরপর তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। পরে গত ২৬ জানুয়ারি অনাবিল পরিবহনের একটি গাড়ি পোড়ানোর ঘটনায় তাকে গ্রেফতার দেখ নো হয়।