‘রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা থাকলে প্রশ্ন থাকতো’
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৪৭,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা থাকতো তাহলে একটি প্রশ্ন থাকতো। কিন্তু কেনো এমন সহিংসতা? বীভৎস চেহারা দেখতে পাচ্ছি বাংলাদেশে। আমরা মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। তাহলে কি ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে পুড়িয়ে মারতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ওসমানী মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, শিক্ষায় আমরা উন্নতি করেছি। ব্যাপক উন্নতি করেছি। জাতির পিতা প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আমরাও তার ধারাবাহিকতা রক্ষা করেছি। ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, ৬ জানুয়ারি থেকে হরতালের নামে হত্যা শুরু হয়েছে। যাদের হাতে বই তুলে দিয়েছি তাদের অপরাধ কি? তারাই তো দেশের ভবিষ্যত। ১৫ লাখ পরীক্ষার্থী যেদিন থেকে পরীক্ষা দেবে সেদিন থেকে হরতাল দেয়া হচ্ছে লক্ষ্য করবেন। এমন পরিস্থিতি সৃষ্টি করেছে বিএনপি। কেন এমন করা হচ্ছে। সাধারণ মানুষের ওপর বীভৎস হামলা কেন?