রাষ্ট্রে মানুষ থাকলেতো মানবাধিকার থাকবে: মান্না
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৪২,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাষ্ট্রে মানুষ থাকলেইতো মানবাধিকার থাকবে। রাষ্ট্র তো অমানবিক হয়ে গেছে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত ‘৪৩তম বিজয় দিবস এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে শুক্রবার তিনি এ কথা করেন।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনায় মান্না বলেন, শাহজাহান পুরে শিশু জিহাদ উদ্ধারে সরকার প্রথমে বলল সে পাইপের মধ্যে নেই। পরে তাকে সাধারণ মানুষ উদ্ধার করল। জিহাদের বাবা নিজেই জানে না কাদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন।
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, দেশে এখন নিরাপত্তাহীনতার ভয় বিরাজ করছে। রাষ্ট্রের নিরাপত্তা কর্মীদের কাছে জনগণ নিরাপত্তা পাওয়ার বিষয়ে শঙ্কাও রয়েছে। সবাইকে একযোগে মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।
তালুকদার মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এবং সংগঠনের চেয়ারম্যান নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি হায়দার আকবর খান রনো, জেষ্ঠ্য সাংবাদিক কাজী সিরাজ, বিএইচআরএমসি এর পরিচালক ব্যারিস্টার মেজর (অব:) সরোয়ার হোসেন প্রমুখ।