রাষ্ট্রপতির রাঙ্গামাটি সফর বাতিল
প্রকাশিত হয়েছে : ৮:৩১:৪৪,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাষ্ট্রপতি আবদুল হামিদ রাঙ্গামাটি সফর বাতিল হয়েছে। সৌদি আরব থেকে দেশে ফিরতে দেরি হওয়ার কারণে রাঙ্গামাটি সফর বাতিল করা হয়েছে বলে ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির সফর বাতিল সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেল সিআর দত্ত। আজ সোমবার রাঙ্গামাটি সফরে আসার কথা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের।
ফ্যাক্স বাতায় জানানো হয়, সফরে রাঙ্গামাটি জেলার কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বলেও উল্লেখ ছিল রাষ্ট্রপতির সফরসূচিতে। এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ছিলেন। অপরদিকে পৌরসভা ও সেনাবাহিনী শহরের গর্ত সড়কগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন আহমদ জানান, মহামান্য রাষ্ট্রপতির সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়ে ছিলেন। শহর এলাকাসহ রাঙ্গামাটির আনাচে-কানাচে সর্বত্র সব আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিআর দত্ত জানান, এ উপলক্ষে গোটা রাঙ্গামাটি শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। গতকাল রবিবার থেকে স্পর্শকাতর এলাকাসহ সর্বত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সফরকালে রাঙ্গামাটির কিছু দর্শনীয় স্থানসহ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন ও বিজিবির সদর দফতর পরিদর্শন করার কথা ছিল মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফর বাতিল সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেল সিআর দত্ত।