রানীশংকৈলে নববধুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:০৮:২৪,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মেহেদীর রং শুকাতে না শুকাতেই ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিয়ের এক মাসের মাথায় এক নববধুর লাশ আজ শনিবার উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য কাজিম উদ্দীন জানায়, উপজেলার উত্তরগাঁও গ্রামের রুবেলের সাথে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের তোফ মোহাম্মদের কন্যা হাসিনা (১৯)’র ২৮ দিন পূর্বে বিয়ে হয়। বিয়ের পর হতে মেয়ে বর কে পছন্দ করত না । সম্ভবত এ কারনেই নববধু হাসিনা আত্মহত্যা করতে পারে।
এস আই রেজাউল আলম জানায়, রানীশংকৈলের রাউৎনগর নীমতলী নামক স্থানে কদম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় নববধুর লাশ উদ্ধার করা হয়। এই মুহুতে হত্যা না আত্মহত্যা বিষয়টি নির্ণয় করা সম্ভব হচ্ছেনা ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা সম্ভব হবে।
থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত বলেন, লাশের সুরত হাল রির্পোট তৈরি করে ইউডি মামলা করা হয়েছে। মেয়ে পক্ষ অভিযোগ করলে তাদের বিষয়টি আমলে নেওয়া হবে।