রানা প্লাজা ধস মামলা, সামাদের জামিন স্থগিত
প্রকাশিত হয়েছে : ১২:৫০:১৫,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সাভারের রানা প্লাজা ধসে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ওই ভবনে স্থাপিত এক কারখানার মালিক বজলুস সামাদ আজাদের জামিন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বজলুস সামাদের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন।বজলুস সামাদ আজাদ নিউ ওয়েভ স্টাইল লিমিটেডের চেয়ারম্যান।
এর আগে গত ৯ ডিসেম্বর বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বজলুল সামাদকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সহস্রাধিক লোক প্রাণ হারান। এ ঘটনার মামলায় গত বছরের ২৭ এপ্রিল বজলুস সামাদ আজাদ গ্রেফতার হন।