রাতে প্রধানমন্ত্রীর নৈশভোজে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা
প্রকাশিত হয়েছে : ২:৫৪:২৮,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপের প্রস্তুতি শেষ করে আগামী শনিবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্য ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়া যাওয়ার আগে আজ রাতে প্রধানমন্ত্রীর নৈশভোজে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতির শেষ দিনের অনুশীলন শেষে মাশরাফি বিন মর্তুজার দলকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টা নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সুত্রটি জানিয়েছে, ‘বুধবার রাতেই বিশ্বকাপগামী বাংলাদেশ দলকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। নৈশভোজ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
উল্লেখ্য, মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া দিবস উপলক্ষে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনও বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায়। সেখানে এক সংক্ষিপ্ত আয়োজনে উপস্থিত ছিলেন টিম বাংলাদেশ। জানানো হয়েছে ক্রিকেটারদের শুভকামনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফটোসেশন শেষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও প্রধান কোচ হাথুরুসিংহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানাবেন প্রস্তুতির আদ্যোপান্ত। এরপর শুক্রবার বিশ্রাম শেষে আগামি ২৪ তারিখ শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।
২০১৫ সালের আইসিসির ক্রিকেট বিশ্বকাপ (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে) শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। তার আগেই বাংলাদেশ ক্রিকেট দল বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপের ১১তম আসর হলেও বাংলাদেশ ৫ম বারের মতো অংশ নিতে যাচ্ছে এবার। বিশ্বকাপে ‘এ’গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে।