রাতে আ.লীগের যৌথসভা
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:২১,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
আওয়ামী লীগ রাত ৮টার দিকে যৌথসভা ডেকেছে। আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য, ঢাকা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা এতে অংশ নেবেন।
আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ এবং সরকার বিরোধী আন্দোলনে ঢাকা মহানগরে আওয়ামী লীগের করনীয় কি তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। সেই সঙ্গে বিএনপির আন্দোলন দমাতে কার্যকরী পদক্ষেপ নিয়েও হবে আলোচনা।
যৌথ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।