রাজ্জাকের মুক্তিতে বৃহস্পতিবার পতাকা বৈঠক
প্রকাশিত হয়েছে : ৩:২৪:২৭,অপরাহ্ন ২৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
মিয়ানমারে বন্দী থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দিতে আগামী বৃহস্পতিবার পতাকা বৈঠক ডেকেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড অব পুলিশ বিজিপি।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কারা অংশ নিবে তা জানতে চেয়ে আজ বিকালে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) প্রতিনিধিদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে বিজিপি। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে ফিরতি চিঠিতে প্রতিনিধি দলের নাম পাঠানোর পর পতাকা বৈঠকে দিনক্ষণ নির্ধারিত হয়।
এদিকে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহেমদ জানিয়েছেন, আগামী দুই/তিন দিনের মধ্যে নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনা সম্ভব হবে।
গত ১৭ জুন টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যায়। তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের তরফ থেকে বারবার উদ্যোগ নেয়া হলেও মিয়ানমারের তরফ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। পতাকা বৈঠকে মিয়ানমার সম্মত হওয়ায় আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনার পথ তৈরি হবে বলে জানিয়েছে বিজিবি।
অপরদিকে, বিজিবি নায়েক রাজ্জাককে ফিরিয়ে দিতে কোনো রকমের শর্ত আরোপের কথা অস্বীকার করেছে মায়ানমার। মায়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র এবং তথ্যমন্ত্রী ইয়ে টুট জানিয়েছেন, তাদের তরফ থেকে এরকম কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানও জানিয়েছেন, আবদুর রাজ্জাককে কোনো শর্ত ছাড়াই ফেরত দেবার ব্যাপারে আশ্বাস দিয়েছে মিয়ানমার।