রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে শিবির
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:৩৩,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজশাহী বিভাগের ৮ জেলায় আগামী বুধবার সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের সভাপতি আসাদুল্লাহ তুহিনকে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
মঙ্গলবার ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চলের নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে তা গণমাধ্যমকে বিবৃতির মাধ্যমে জানানো হয়।
এতে বলা হয়, গতকাল (২৬.০১.২০১৫) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের ১৭ বছর বয়সের এইচএসসি ২য় বর্ষের মেধাবী ছাত্র আসাদুল্লাহ তুহিনকে ৠাব এর একটি টিম তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়। আজ মঙ্গলবার (২৭.০১.২০১৫) সকালে চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে তার লাশ পাওয়া যায়। আমরা একজন মেধাবী ছাত্রকে এভাবে বিচার বহির্ভূত হত্যার তীব্র নিন্দা জানাই। এবং অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।
ছাত্র-জনতাকে হরতাল পালনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহবান জানানো হয় বিবৃতিতে।