রাজশাহীর পুলিশ কমিশনার বদলি
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৫৩,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজশাহীর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দীনকে রাজশাহীর কমিশনারের দায়িত দেওয়া হয়েছে। অপরদিকে ব্যারিস্টার মাহবুবুর রহমানকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আ স ম ইমদাদুল দস্তগীর বলেন, পুলিশ প্রশাসনকে আরও গতিশীল করতে জনস্বার্থে এ রদবদল করা হয়েছে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যাকান্ডে দুই দিনের মধ্যে পুলিশ প্রশাসনে এ রদবদল করা হলো।