রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:১১,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২৪
রাজশাহী নগরীতে আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে নগরীর সাহেব বাজার এলাকার ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মো: আবদুল্লা আল আমীন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।রাজশাহী জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে ৮টার দিকে নগরীর সাহেব বাজার এলাকার ওই আরডিএ মার্কেটে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আগুন নির্বাপণের চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও কাজ করছেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উল্লেখ্য, আরডিএ মার্কেটে দুই হাজার দোকানপাট রয়েছে।