রাজশাহীতে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬:১৮:১৭,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজশাহীর দুর্গাপুরে তাপস পান্না (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী। এ ঘটনায় স্ত্রী ত্রিনা লাকড়াকে আটক করেছে পুলিশ।
শনিবার ৭ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাপসের বাড়ি উপজেলার নিউ ডিগ্রি কলেজের পাশে। তবে তিনি মহিপাড়ায় শ্বশুর বাড়িতেই থাকতেন।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ স্ত্রী ত্রিনা লাকড়া হাতের কাছে থাকা হাসুয়া দিয়ে স্বামী তাপস পান্নাকে এলোপাথাড়ি আঘাত করেন।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি পরিমল বলেন, এ ঘটনায় রোববার সকালে নিহতের স্ত্রী ত্রিনা লাকড়াকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।