রাজশাহীতে র্যাবের গাড়ী লক্ষ্য করে শিবিরের ককটেল বিষ্ফোরণ
প্রকাশিত হয়েছে : ৫:২৫:৩৯,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজশাহী বিভাগে বিএনপির ডাকে ৩৬ ঘণ্টার হরতালের প্রথমভাগে র্যাবের গাড়ী লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা । তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
যানা যায়, রোববার সকাল ৭টার দিকে রাজশাহী কলেজের সামনে হরতালের সমর্থনে রাস্তায় আগুন দিয়ে পিকেটিং করে ছাত্রশিবিরকর্মীরা। এ সময় র্যাবের একটি টহল ঘটনাস্থলে গেলে শিবিরকর্মীরা তাদের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়।
তবে ককটেলটি গাড়ী থেকে দুরে বিষ্ফোরিত হওয়ায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে হরতালে মহানগরীতে বিএনপির নেতাকর্মীদের কোনো তৎপড়তা লক্ষ্য করা না গেলেও বিচ্ছিন্নভাবে পিকেটিংয়ের চেষ্টা করছে শিবির। তবে অবরোধ এবং হরতালকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ায় যায়নি।
অন্যদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে বর্তমানে গোটা শহর জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সড়কসমূহে পুলিশ, র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। অবরোধ ও হরতালের কারণে এদিন রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের কানসাটে ‘বন্দুকযুদ্ধ’-এ ছাত্রদল নেতা মতিউর রহমান এম (৩০) নিহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে র্যাব। এই কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।