রাজশাহীতে মিনু-বুলবুলসহ ৮৯ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:৪০,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক ::
বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ২৯ জনের নাম উল্লেখসহ ৮৯ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার রাতে রাজশাহী মহানগরীতে বাসে আগুন দেয়ার ঘটনায় বুধবার রাতে মহানগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর রেশম ভবনের সামনে শিশির পরিবহন নামে যাত্রীবাহী বাসে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়ে মারলে আম্বিয়া বেগম(৪০) নামে এক গৃহবধূ দগ্ধ হন। এসময় আরো দুই জন যাত্রী আহত হয় ।
এদিকে, দগ্ধ আম্বিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।