রাজশাহীতে পুলিশ পেটানোর ঘটনায় মামলা, আটক ২৩
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:১১,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজশাহীতে পুলিশ পেটানোর ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৬০-৭০ জন শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে ২৩ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে মঙ্গলবার গভীর রাতে মহানগরীর শাহ মখদুম থানার উপপরিদর্শক(এসআই) জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
বুধবার দুপুরে মহানগর পুলিশের মুখপাত্র ও বোয়ালিয়া থানার সহকারী পুলিশ কমিশনার(এসি) ইফতে খায়ের আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশের চিরুনি অভিযানে ২৩ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। আটক ২৩ জনকে বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। এরপর দুপুরে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান এসি আলম।
উল্লেখ্য, গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে হরতালের সমর্থনে ছাত্রশিবিরকর্মীরা আলিফ-লাল-মিম ভাটার সামনের মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে এবং রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়। শিবিরকর্মীরা পেট্রোল ছুঁড়ে আগুন দেয়ার চেষ্টা করে পুলিশের পিকআপ ভ্যানে। তবে ব্যর্থ হয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি সেখানে সরে গেলে শিবিরকর্মীরা পুলিশের গাড়িটি ভাঙচুর শুরু করে। গাড়ি থেকে পুলিশ কনস্টেবল আমজাদ ও শফিকুল নামার সাথে সাথেই শিবিরকর্মীরা তাদের ঘিরে ধরে ইট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় শিবিরকর্মীরা পুলিশের অস্ত্রও কেড়ে নেয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই কনস্টেবলদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কমুক্ত বলে জানা গেছে।