রাজশাহীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:১৩,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে অবরোধকারীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানা যায়, রাতে পরিবহন চলাচল বন্ধ করতে অবরোধকারীরা রাজশাহী-ঢাকা মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে রাখে। খবর পেয়ে পুঠিয়া সার্কেলের এএসপি আবু সায়েমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে। এ সময় ককটেলগুলো গাড়ির সামনে বিস্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে অবরোধকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অবরোধকারীরা পরিবহন চলাচল বন্ধ রাখতে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে জানান তিনি।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশ পাহারায় প্রায় ৪০টি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক পুঠিয়া উপজেলা সীমানা পার করে দেয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।