রাজশাহীতে পুলিশকে পেটালো ছাত্রশিবির
প্রকাশিত হয়েছে : ৮:৫২:১২,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজশাহী মহানগরীতে পুলিশের শটগান কেড়ে নিয়ে তাদের পিটিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। নগরীর শাহমখদুম থানা মোড়সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় নগরীর শাহমখদুম থানার কনস্টেবল শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন আহত হয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, সকাল ১০টার দিকে নগরীর শাহমখদুম থানা মোড়ে হরতাল ও অবরোধকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেন। ইট ও ককটেলের স্প্লিন্টারের আঘাতে পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন রাস্তায় পড়ে যান। এ সময় শিবিরকর্মীরা তাদের ওপর চড়াও হন। তারা ওই দুই পুলিশ কনস্টেবলের মাথায় ইট দিয়ে আঘাত করে এবং কিল-ঘুষি মারেন।
এ ছাড়া পুলিশের শটগান কেড়ে অপর এক সদস্যকে পেটানো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে শিবিরের নেতাকর্মীরা শটগান ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে কনস্টেবল শফিকুল ও আমজাদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সিএ ডা. সমির কুমার দাস জানান, আহত দুই পুলিশ কনস্টেবল আশঙ্কামুক্ত। তাদের হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে গত বছর নগরীর শালবাগান এলাকায় শিবিরের নেতাকর্মীরা এসআই জাহাঙ্গীরের ওপর হামলা চালান। তাকে তার ব্যবহৃত হেলমেট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। এ ছাড়াও নগরীর রাণীবাজার এলাকায় জামায়াত-শিবিরের ছোড়া ককটেলের আঘাতে বোয়ালিয়া মডেল থানার পিএসআই মকবুল হোসেনের দুই হাতের কব্জি উড়ে যায়।