রাজশাহীতে নাশকতার দায়ে যুবদল নেতাসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১২:৩০:১৩,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজশাহীর চারঘাট থেকে নাশকতার দায়ে উপজেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ (৩০) তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অপর দু’জন হলেন- চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ (২৫) ও বালুদিয়াড় গ্রামের বিএনপি সমর্থক ইদ্রিস আলী (৩৫)। বর্তমানে তাদের চারঘাট থানায় পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসবাদ চলছে।
রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, আটকদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা চালানোর অভিযোগ রয়েছে। তারা আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে নাশকতার ঘটনা চালিয়ে যাচ্ছিলো। সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওসি আরও জানান, আটকদের উপজেলার হেমন্তের মোড়ে ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে সন্ধ্যার আগেই কারাগারে পাঠানো হবে। নাশকতাকারীদের ধরতে বর্তমানে উপজেলাজুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।