রাজশাহীতে কলেজ ছাত্রকে কুপিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৩৭,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজশাহী কলেজের ছাত্র বাদশা হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতালে চিকিৎসাধীন বাদশা জানান, কলেজ ছাত্রদলের সভাপতি গোলাম মর্তুজা শাহীন ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সৌরভের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রদলকর্মী তাকে কুপিয়ে জখম করে।
তবে কেন তার ওপর এ হামলা সে প্রসঙ্গে কিছু জানেন না বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, বাদশা ছাত্রদলের নেতাকর্মী সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে থাকে এমন সন্দেহের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তিনি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।