রাজশাহীতে এনা রেডিমিক্স প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১:০৮:২৪,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সিটি বাইপাস মিয়াপাড়া এলাকায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম আক্তার জাহান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম ঠাণ্ডু, বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, একশ’ লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এ শিল্প কারখানাটি স্থাপনের ফলে নির্মাণকাজে সময় ও ব্যয় কমবে। বাড়বে গুণগত মান।
প্রায় ৮ বিঘা জমির ওপর শিল্প কারখানাটি গড়ে তোলা হয়েছে। এ শিল্প কারখানাটির মাধ্যমে বাড়ির ছাদ ঢালাই ও রাস্তার কার্পেটিং কাজে গতি আসবে। ঢালাই উপকরণ নিজস্ব পরিবহনের মাধ্যমে কম সময়ে পৌঁছে দেওয়া হবে এখান থেকেই। ঢালাই উপকরণের জন্য মান যাচাই করা হবে কোরিয়ান প্রযুক্তির মাধ্যমে। ফলে অল্প ও নির্দিষ্ট সময়ের মধ্যেই স্থাপত্য নির্মাণ সম্ভব হবে।