রাজশাহীতে আ.লীগ কার্যালয়ে আগুন, আটক ১
প্রকাশিত হয়েছে : ৬:২৯:০৮,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজশাহী মহানগরীর উপশহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে পুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৬ টার দিকে উপশহরের উত্তরাঞ্চলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপশহর এলাকা থেকে সন্দেহভাজন আব্দুর রশীদ দেওয়ান নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কার্যালয়ের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
এবিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, সোমবার ফজরের নামাজের পর কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত উপশহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যায়। এ সময় তারা কার্যালয়ের মধ্যে আগুন দেয়। যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণও ঘটায় বলে জানান নূর হোসেন খন্দকার।
এসময় কার্যালয়ের মধ্যে থাকা জাতীয় চার নেতার ছবি, দুইটি মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। কে বা কারা উপশহর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বর্তমানে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে থানায় নাশকতার মামলা হবে বলে জানান বোয়ালিয়া থানার ওসি।
অন্যদিকে, গত রাত সাড়ে ১২ টার দিকে গভীর মহানগরীর বিনোদপুর এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে স্থানীয় নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ড ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছিড়ে ফেলেছে ব্যানারও। এ সময় তারা ককটেলের বিস্ফোরণও ঘটায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জানান, রাতে বিনোদপুরে দুর্বুত্তরা কয়েকটি ককটেল বিষ্ফোরন ঘটায় ।
এসময় তারা আ‘লীগ কার্যালয়ের সামনে থাকা জাতীয় চার নেতার ব্যানারগুলো ছিড়ে ফেলে । বর্তমানে পরিস্থিতি নিয়েন্ত্রনে আছে বলেও জানান তিনি।