‘রাজনীতি’তে আলী রাজ
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:৫৭,অপরাহ্ন ১৫ জুন ২০১৫
বিনোদন ডেস্ক :: শাকিব খান, জায়েদ খান, পিয়া বিপাশার পর ‘রাজনীতি’ পরিবারে যুক্ত হলেন আলী রাজ। চলচ্চিত্রের লোকজন ‘রাজনীতি’তে, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ এটি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে আর্ন্তজাতিক স্বীকৃতি পাওয়া এন এস বুলবুল বিশ্বাসের প্রথম চলচ্চিত্রের নাম।
কয়েকমাস আগে নেপালের মনোরম লোকেশনে ‘রাজনীতি’ ছবিটির প্রথম লটের শুটিং এ অংশ নেন শাকিব খান। ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে আসছে আগষ্টে। এই মুহুর্তে অন্যান্য শিল্পী নির্বাচনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার ‘রাজনীতি’ পরিবারে যুক্ত হলেন আলী রাজ।
‘রাজনীতি’ ছবিতে শাকিব খান অয়ন ও পিয়া অভিনয় করবেন অর্ষা চরিত্রে। অয়নের ভাই শাকিলের চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। অয়ন ও শাকিলের রাজনৈতিক সংঘতকে কেন্দ্র করেই এগিয়ে যাকে ছবির গল্প।