রাজনগরে পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রকাশিত হয়েছে : ৮:২৭:৪৭,অপরাহ্ন ২২ জুন ২০১৫
মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় কমরু মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এ ঘটনায় পিকআপভ্যানের চালক খোকন মিয়াকে (২৭) আটক করেছে এলাকাবাসী।
সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কমরু মিয়া রাজনগর সদর ইউনিয়নের বাসিন্দা।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তী জানান, দুপুরে কমরু মিয়া যাত্রীবাহী বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।