রাজধানীর শ্যামপুরে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:৫৭,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাজিব (২৮) নামের এক যুবক খুন হয়েছেন।
শ্যামপুর থানাধীন পোস্তগোলার করিমুল্লা বাগের ইস্টার্ন হাউজিং এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাজিব।
রাজিবের স্ত্রী শিউলী বেগম বলেন, রবিবর রাত ১২টার দিকে বাসার সামনে রনিসহ তিন-চারজন যুবক রাজিবকে কুপিয়ে জখম করে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ২টার দিকে রাজিবের মৃত্যু হয়।
শিউলী আরো বলেন, রনিরা ছিল রাজিবের বন্ধু। তাদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব হয়েছে তা জানা যায়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।